চলতি ফ্যাশন দুনিয়ায় পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে নিরীক্ষা হচ্ছে গয়না নিয়ে। ঈদ বাজারে দেখা যাচ্ছে তারই ঝলক।
শাড়ির সঙ্গে নজরকাড়া একটি খোঁপা, তাতে সুবাসিত ফুলের মেলবন্ধন থাকবে না তা কি হয় ?
ঈদ উৎসবকে রাঙাতে এবং ফ্যাশনে পূর্ণতা দিতে মানানসই এক্সেসরিজ বেছে নিতে পারেন। পোশাক মিলিয়ে এক্সেসরিজ ব্যবহারে আসবে জমকালো লুক।
ঈদ পোশাকে বৈচিত্র্য আসাটা নিত্যকার ব্যাপার। তবে স্টাইল, ডিজাইন, রঙের কন্ট্রাস্ট আর উপকরণের যত ভিন্নতা আসুক না কেন ধরন কিন্তু ঘুরেফিরে আবার এক।
এবারের ঈদেও ফ্যাশন হাউসগুলো নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবির কালেকশন নিয়ে হাজির হয়েছে। এবার সুতি কাপড়ের পাঞ্জাবির চাহিদা বেশি। সুতির ওপর হালকা কাজ করা, সুতি প্রিন্ট ও স্টাইপের পাঞ্জাবি খুঁজে নিচ্ছেন অনেকে।
বেশ কিছুকাল আগেও শুধু কটনই ছিল ঈদের শাড়ি। সঙ্গে যুক্ত হতো মসলিন, জামদানির বাহার। বর্তমানে সেই আদল বদলে জরি, পুঁতি, চুমকির আলোড়নে তৈরি করা হচ্ছে আটপৌরে মসলিন, জামদানি, বেনারসি আর জর্জেটের সাম্রাজ্য। রঙে এসেছে ফেস্টিভ লুক। এমন একটি শাড়ির সঙ্গে সামান্য সাজেও ঈদের সকাল-বিকালকে করে তুলবে বাজিমাত।