Category : অনুসঙ্গ
গয়না বড়ই শখের জিনিস। তাই তো এর সঠিক সংরক্ষণে তৈরি গয়নার বাক্স। এসব শৌখিন বাক্সও তৈরি করা হচ্ছে গয়নার কারুকাজের মতোই... শখের গয়না, অযত্ন-অবহেলা আর ধুলোবালিতে নষ্ট হয়ে যেতে পারে। তাই তো চাই গয়না রাখার বাক্স। তাও যেই সেই নয়, গয়নার বাক্সে আভিজাত্য থাকা চাই। এ জন্য বেছে নিতে পারেন নান্দনিক নানা রকম বাক্স।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কর্মজীবী নারীর সংখ্যা। অফিসে যেতে শাড়ি হোক বা কামিজ কিংবা হাল ফ্যাশনের পশ্চিমা পোশাক—পছন্দের অনুষঙ্গে গয়না তাঁর চাই। তাই বলে সব গয়না তো আর অফিসের পরিবেশে খাপ খায় না। অফিসে কেমন গয়না পরবেন,জানাচ্ছেন ডিজাইনার ।
একটা সময় পোশাকের সঙ্গে মিলিয়েই গয়না পরা হতো। এখন সে ধারা বদলেছে। ভারী নয়, বরং ছিমছাম নকশার দিকে ঝুঁকছে সবাই। গয়না পরার প্রচলিত ধারণা বদলে দিচ্ছেন এখনকার তরুণীরা। দেখা যাচ্ছে, এক হাতে ঘড়ি, আরেক হাতে ব্রেসলেট বা অন্য কোনো গয়না পরছেন তাঁরা।
মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে জন্মতারিখের এক ধরণের প্রভাব রয়েছে বলে দাবি করেন জ্যোতিষীরা। অনেকে এই ধরণের কথায় বিশ্বাস করেন আবার অনেকে করেন না। তবে দেখা গেছে, একই জন্মগত তারিখের মানুষদের মাঝে আসলেই চারিত্রিক বৈশিষ্ট্যের বেশ কিছু মিল আছে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই আপনার আপনার জন্ম তারিখ কী বলছে আপনার সম্পর্কে।
গয়না ভালোবাসেন না এমন মেয়ে পাওয়া দুষ্কর। বিয়ে কিংবা উৎসবে রমণীর সাজের অন্যতম অনুষঙ্গ গয়না। তবে গয়না শুধু পরলেই তো হবে না, চাই যত্নআত্তিও। এ প্রসঙ্গে ওমেন্স ওয়ার্ল্ডের রূপবিশেষজ্ঞ ফারনাজ আলম বলেন, ‘আমরা অনেকেই গয়না ব্যবহার করে রেখে দিই। তা ছাড়া এমন গয়নাও রয়েছে যা বছরে একবারও পরা হয় না। অযত্নে থেকে যায় এসব গয়না। ফলে গয়না আস্তে আস্তে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে।’শখের গয়নার যত্ন গয়না ভালোবাসেন না এমন মেয়ে পাওয়া দুষ্কর। বিয়ে কিংবা উৎসবে রমণীর সাজের অন্যতম অনুষঙ্গ গয়না। তবে গয়না শুধু পরলেই তো হবে না, চাই যত্নআত্তিও। এ প্রসঙ্গে ওমেন্স ওয়ার্ল্ডের রূপবিশেষজ্ঞ ফারনাজ আলম বলেন, ‘আমরা অনেকেই গয়না ব্যবহার করে রেখে দিই। তা ছাড়া এমন গয়নাও রয়েছে যা বছরে একবারও পরা হয় না। অযত্নে থেকে যায় এসব গয়না। ফলে গয়না আস্তে আস্তে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে।’ জেনে নিন শখের গয়নার যত্ন নিবেন কিভাবে।
প্রাচ্য কি পাশ্চাত্য, ফ্যাশন-সচেতন নারীর এক অনন্য অনুষঙ্গ কানের দুল। মানানসই কানের দুলজোড়া বেছে নেওয়ার জন্য অনেক দিকেই খেয়াল রাখতে হয়। পোশাকের ধরনের সঙ্গে মিল রেখে যেমন কানের দুল বেছে নেওয়া হয়, তেমনি মুখের আকৃতির দিকেও খেয়াল রাখা প্রয়োজন। রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন বলেন, ‘গয়না, পোশাক কিংবা সাজের মাধ্যমে কারও ব্যক্তিত্ব ফুটে ওঠে। বিভিন্ন মানুষের মুখের আকৃতি বিভিন্ন ধাঁচের হয়ে থাকে। সব ধরনের আকৃতির সঙ্গে সব ধরনের কানের দুল মানায় না। তাই নিজের মুখের আকৃতির দিকে খেয়াল রেখে কানের দুল বেছে নেওয়া ভালো।’ কনক দা জুয়েলারি প্যালেসের ডিজাইনার লায়লা খায়ের বললেন, গয়না বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিত্ব ও নিজস্ব পছন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে কানের দুলের ক্ষেত্রে এরপরই চলে আসে মুখের আকৃতির বিষয়টি।
Popular Posts
-
হলুদের ডালা সাজাবেন কিভাবে ?
12.01.2019 0 Comments 13325 -
এ সময়ের বিয়ের সাজ
15.01.2019 0 Comments 13235 -
নাকফুল কথন
07.04.2018 0 Comments 12967 -
বৈচিত্র্যময় ব্লাউজ
15.04.2018 0 Comments 11137 -
বিয়ের অনুষঙ্গ
06.02.2018 0 Comments 10238 -
যে ৬ উপায়ে লেহেঙ্গার ওড়না পড়তে পারেন
03.11.2018 0 Comments 9880
Categories
-
সৌন্দর্যচর্চা(278)
ত্বকের যত্ন (113)
চুলের যত্ন (56)
মেকআপ(65)
সুগন্ধি(8)
প্রোডাক্ট রিভিউ(0)
পায়ের যত্ন(6)
লিপ কেয়ার(3)
হাতের যত্ন(4)
হেয়ারস্টাইল(8)
আই মেকআপ(15) -
অন্যান্য(121)
মেনজ কর্ণার(33)
টিপস(33)
গৃহসজ্জ্বা(17)
সম্পর্ক(21)
ক্যারিয়ার(7)
ফিচার(6)
শৈশব-কৈশোর(3) -
স্বাস্থ্য(128)
দৈহিক স্বাস্থ্য(101)
মানসিক স্বাস্থ্য(13)
ব্যায়াম(14) -
ফ্যাশন(127)
পোশাক(87)
জুতা(3)
অনুসঙ্গ(37) - গ্ল্যামার জগৎ(16)
- রান্নাঘর(58)
- ব্রাইডাল (31)
- Test(0)