
বিয়ের কনের পারফিউম
ব্যক্তিত্ব বাড়াতে অন্যতম সহায়ক পারফিউম (সুগন্ধি)। সুগন্ধি ছাড়া নারী-পুরুষ সবার সৌন্দর্যই প্রায় অপূর্ণ। আর সেটা যদি হয় বিয়ে, তাহলে তো ভিন্ন কথা! কারণ, বিয়ে জীবনের বিশেষ একটি মুহূর্ত। তাই দিনটি হওয়া চাই সুরভিত। এজন্য বর-কনের প্রয়োজন পারফেক্ট সুগন্ধি। কারণ বিয়েতে তো আর যেন তেন সুগন্ধি ব্যবহার করা যায় না। তবে ব্রাইডাল পারফিউম বেছে নেওয়ার ক্ষেত্রে ঋতুর রয়েছে বাড়তি গুরুত্ব।
বছরের উষ্ণ সময়ে বিয়ে হলে সাইট্রাস ও ফোরাল গন্ধযুক্ত পারফিউম বেছে নেওয়া ভালো। আর শীতের মৌসুমে বিয়ে হলে উডি নোটের সুগন্ধিই ভালো। তাই বিয়ের অনুষ্ঠান কোন সময়ে, কোথায় এবং কখন হচ্ছে- সেটাও থাকতে হয় বিবেচনায়। বিয়ের দিনে কনের জন্য সঠিক মেকআপের মতোই সঠিক পারফিউম বেছে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। শীত মৌসুমে আম্বার, ভ্যানিলা বা সিনামন জাতীয় সুগন্ধি ব্যবহার করা যায়। আর সিনামন জাতীয় সুগন্ধি চেনার উপায় হচ্ছে এ পারফিউমগুলো অরেঞ্জ, ক্যারামেল, লেমন গন্ধযুক্ত হবে। তাছাড়া উল ওয়াটার, স্কাটা, বারবারি ও কোরাস ক্যালাভিন পারফিউম ব্যবহার করতে পারেন। বিয়ের ক্ষেত্রে সাধারণত একটু গাঢ় সৌরভের পারফিউম ব্যবহার করাই উত্তম।
হলুদ উৎসবে নিজেকে আরও প্রাণবন্ত করতে কনে ব্যবহার করতে পারেন ফুলের মিষ্টি সুগন্ধি। উপহার হিসেবে কনেকে দিতে পারেন আলাদা সুগন্ধি। উপহার হিসেবে কিনতে পারেন হুগো বস, আরমানি, ডানহিল, গুচি, শ্যানেল, কেলভিন কেইন, অ্যাইগনার, ভারসাচে, কেনেথ কোল, জিডেন্সি, ডেভিডফ, বুলগারি ইত্যাদি ব্র্যান্ডের পারফিউম। তাছাড়া রয়েছে মেরিজ পারফিউম, রয়েল মেরিজ, জোভাল সেক্স অ্যাপিল, ইন্টারনাল লাভ, বল্গু-লেডি, বল্গু-ফর মেন, ওডি অ্যাপারেল, ওয়ান ম্যান শো, জাগুবার, ম্যাক্সি ইত্যাদি।
বিয়ে করতে যাওয়া কনেদের পছন্দের তালিকায় থাকতে পারে কার্টিয়ারের লা প্যাথেঁয়া অ দে পারফিউম, এস্টি লডারের মডার্ন মিউস চিক, জো মালোঁর উড সেজ অ্যান্ড সি সল্ট কোলোন, মার্ক জ্যাকবসের ডেইসি ড্রিম, কেলভিন কেইনের রিভিল, কিনিকের বিয়ন্ড রোজ, বসের ম ভিয়, ল্যাঁকয়ের লা ভির এচ্চ বেলে ল’ অ্যাবসলিউ দে পারফিউম। পাবেন নগরীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, প্রেস্টিজ বেঙ্গল, বাংলা পারফিউম, ইনফিনিটি, ক্যাটস আই, মোস্তফা মার্টসহ বেশকিছু নামি-দামি ব্র্যান্ডের দোকানে। সুগন্ধি ভেদে এসব ব্র্যান্ডের দাম পড়বে। তবে সাধারণত ১২০০ টাকা থেকে শুরু করে ১২০০০ টাকার মধ্যে পাবেন নানান ধরনের সুগন্ধি। পারফিউমের দাম নির্ভর করে পরিমাণ ও ব্র্যান্ডের ওপর। নারীদের জন্য যেসব সুগন্ধি প্রযোজ্য তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ডিওরের মিডনাইট পয়সন, দাম পড়বে ৭ হাজার, ক্যালভিন কেইন অবসেশন ২ হাজার ৩৫০, গিভেন্সি ৪ হাজার ২০০, আলটেড ২ হাজার ৭০০, টমিগার্ল ৩ হাজার ৫০০, এলিজাবেথ আরডেন ২ হাজার, উল ওয়াটার ২ হাজার ৯৯০, কোরাস ক্যালভিন কিনার ২ হাজার ৪৫০ থেকে ৩ হাজার ১৫০ টাকা। বর্তমান সময়ে থিম বেজড ওয়েডিং চালু হয়েছে। সুগন্ধিও তাই থিম ভেদে বেছে নিতে পারেন।
টিপস-
♦ বিয়ের অনুষ্ঠান দিনে হলে হালকা ধরনের সুগন্ধি। আর রাতে হলে নিতে পারেন কড়া ধরনের সুগন্ধী।
♦ উপহার হিসেবে বর-কনের জন্য আলাদা সুগন্ধি বেছে নিন। বাজারে বর-কনের সুগন্ধির সেটও পাওয়া যায়।
সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন
ছবিঃ সংগৃহীত