
কয়েকটি নাইট ক্রিম ঘরেই তৈরি করে নিন !
ত্বকের যত্ন নেয়ার জন্যে রাত হলো সবচেয়ে সেরা সময়। আপনি যখন ঘুমিয়ে থাকেন, আপনার ত্বকের রিপেয়ারিং হতে থাকে। আপনি হয়তো ত্বকের যত্নে বাজারের ভালো কোন নাইট ক্রীম ব্যবহার করছেন, কিন্তু এর মধ্যে থাকা উপাদানগুলো আপনার ত্বকের সঠিক যত্ন নিতে হয়তো ব্যর্থ হচ্ছে।
এজন্যই ঘরেই তৈরি করে নিতে পারেন নাইট ক্রীম। কিভাবে করবেন সেটা জানিয়ে দিচ্ছি।
১. ভিটামিন ই, এলোভেরা, লেমন অয়েলের নাইট ক্রীম-
বীওয়াক্স একটি পাত্রে নিয়ে গরম করে নিন। তারপর ব্লেন্ডারে দিয়ে ঠান্ডা হতে দিন। অন্য একটি আলাদা পাত্রে ভিটামিন ই অয়েল, অ্যালোভেরা জেল এবং লেমন এসেনশিয়াল অয়েল নিন। ব্লেন্ডারে রাখা বীওয়াক্স ঠান্ডা হয়ে গেলে এবার অ্যালোভেরা জেলের মিশ্রনটি ব্লেন্ডারে দিয়ে ভালোমতো ব্লেন্ড করুন। তারপর একটি গ্লাস কনটেইনারে রাখুন এবং ব্যবহার করতে থাকুন।
২. বিউটি অয়েল দিয়ে সুপার নারিশিং ক্রীম-
একটি পাত্রে অলিভ অয়েল, নারিকেল তেল এবং বীওয়াক্স নিয়ে গরম করুন। যখন সব বীওয়াক্স গলে যাবে এর সাথে ভিটামিন অয়েল দিয়ে দিন। তারপর ঠান্ডা হয়ে গেলে একটি কন্টেইনারে স্টোর করুন। এটি প্রায় একমাস ভালো থাকবে।
৩. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ নাইট ক্রীম-
একটি পাত্রে বীওয়াক্স এবং আমন্ড অয়েল নিয়ে চুলায় দিন, গলে যাওয়ার জন্য অপেক্ষা করুন। তারপর এতে অ্যালোভেরা জেল, গ্রীন টি এক্সট্রাক্ট এবং রোজ এসেনশিয়াল অয়েল দিন। এবার নামিয়ে ঠান্ডা হলে কন্টেইনারে রেখে ব্যবহার করুন। এই নাইট ক্রীমটি আপনার ত্বকের বলিরেখা দূর করে হেলদি স্কিন পেতে সাহায্য করবে।
৪. বেবী সফট স্কিন পেতে হাইড্রেটিং ক্রীম-
এই ক্রীমটি তৈরি করা খুব সহজ। ফ্রেশ মিল্ক ক্রীম নিন, এর সাথে গোলাপ জল এবং গ্লিসারিন মেশান। ত্বকে লাগিয়ে সারারাত রেখে দিন, সকালে দেখবেন আপনার ভেলভেটের মতো সফট স্কিন।
৫. ড্রাই স্কিনের জন্য অ্যান্টি-অ্যাজিং ক্রীম-
কোকো বাটার এবং আমন্ড অয়েল একটি সসপ্যানে নিয়ে গলে ভালোমতো মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর এতে ১ চা চামচ ভালোমতো গুড়া করা অ্যাভাকাডো মিশান, মধু দিন। তারপর ভালোমতো মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এই নাইট ক্রীমটি একবার তৈরি করলে ফ্রিজে ২-৩দিন ভালো থাকবে। এই ক্রীমটি আপনার ত্বকে দীর্ঘসময় তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে।
৬. হিলিং স্কিনের জন্য নাইট ক্রীম-
একটি আপেল কেটে ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করে নিন, এর সাথে ২ চা চামচ অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল মেশান। তারপর এক চা চামচ গোলাপ জল এবং এক চিমটি দারুচিনি গুড়া মিশিয়ে নিন। প্রতি রাতে মুখ ধুয়ে মুছে নিয়ে এই ক্রীমটি মাখুন। আপেলে আছে ম্যালিক এসিড, বেটা ক্যারোটিন, ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে গ্লোয়িং করবে। আর দারুচিনির গুড়া ত্বকের অ্যাকনে এবং হালকা দাগ দূর করতে সাহায্য করবে।
ছবিঃ সংগৃহীত